মুসলিম দাম্পত্য জীবনে ভালোবাসা এবং প্রশান্তি বৃদ্ধির উপায়

মুসলিম দম্পতিদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন বিষয়ক অনলাইন ওয়ার্কশপ।

00

DAYS

00

HOURS

00

MINS

00

SECS

কেন এই ওয়ার্কশপ?

টোটাল গুড লাইফ মানে হচ্ছে এমন একটা জীবন যেখানে ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, এবং পেশাগত জীবন হবে সামঞ্জস্যপূর্ণ, কুরআন এবং সুন্নাহর আদর্শের ভিত্তিতে গঠিত এবং যেখানে আখিরাতের জীবনের সাফল্যের আকাঙ্খার প্রতিফলন দেখা যায়।  ব্যক্তিগত জীবনের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দাম্পত্য জীবন। 

কুরআন এবং সুন্নাহ থেকে আমরা শিক্ষা নিতে পারি কিভাবে আমাদের দাম্পত্য জীবন হবে সুন্দর, ভালোবাসা পূর্ণ  এবং প্রশান্তিময়। কিন্তু তারপরও দেখা যায় অনেক মুসলিম পরিবারেই স্বামী-স্ত্রীর মধ্যে অনেক সমস্যা চলছে যদিও দুজনই একটি সুন্দর ইসলামিক পরিবার গড়তে চান। অনেক সময় হয়তো বাইরে থেকে দেখলে বোঝা যায় না; কিন্তু ভিতরে ভিতরে রাগ এবং ক্ষোভ বাসা বাঁধছে দিনের পর দিন। অনেক সময় ছাড়াছাড়িতে গিয়েও গড়াচ্ছে।  আবার কখনো দেখা যায় প্রত্যেকেই কোরআন এবং হাদিস থেকে যে আয়াতগুলো তার পক্ষে যায় সেগুলো নিয়ে অন্যকে ঘায়েল করার চেষ্টা করছেন। অথচ কোরআনের একটা আয়াত থেকে আমরা দেখতে পাই আল্লাহ বলেছেন যে আল্লাহর নিদর্শন গুলোর মধ্যে একটা হচ্ছে স্বামী স্ত্রীর পরস্পরের মধ্যে শান্তি এবং ভালোবাসা। 

কিন্তু কেন সেই ভালোবাসা এবং প্রশান্তির অনুপস্থিতি দেখা যায় আজকাল এত বেশি? কেন হচ্ছে এরকম সমস্যা? কিভাবে এগুলো থেকে বেরিয়ে আমরা সত্যিকারের শান্তিপূর্ণ এবং প্রেমময় মুসলিম দাম্পত্য জীবন গড়তে পারি?  

এই বিষয়গুলো নিয়ে আমরা আয়োজন করছি একটি ওয়ার্কশপ “মুসলিম দাম্পত্য জীবনে ভালোবাসা এবং প্রশান্তি বৃদ্ধির উপায়।”

 

কি থাকছে এই ওয়ার্কশপটিতে? 

এই ওয়ার্কশপটি  কোনো উপদেশমূলক লেকচার নয়।  বরং এখানে নিচের সবগুলো জিনিসের একটা সমন্বয় থাকবে ইনশাআল্লাহ: 

  • প্রথমত কোরআনের আয়াতগুলো এবং হাদিসগুলো নিয়ে গভীর ভাবে চিন্তা করা এবং সেগুলো থেকে আসলে আমরা কী শিখতে পারি এবং কিভাবে আমাদের দাম্পত্য জীবনে প্রয়োগ করতে পারি।  
  • সমস্যাগুলো নিয়ে অংশগ্রহণমূলক  একটা আলোচনা; যেখানে অংশগ্রহণকারীরা তাদের সমস্যা গুলোর কথা বলবেন (যারা বলতে আগ্রহী) এবং সেগুলো কিভাবে সমাধান করা যেতে পারে সে বিষয়ে আলোচনা এবং পরামর্শ।  
  • ইন্সট্রাক্টরদের ১৫ বছরের দাম্পত্য জীবনের অভিজ্ঞতার ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো এবং সেগুলো থেকে নেয়া শিক্ষা।  
  • দাম্পত্য বিষয়ক এক্সপার্টদের নির্বাচিত পরামর্শ (যেগুলো কুরআন এবং সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ)। 
  • দাম্পত্য জীবনে ভালোবাসা এবং প্রশান্তি বৃদ্ধির জন্য যে সুস্পষ্ট পদক্ষেপগুলো গ্রহণ করা জরুরি। 

কাদের জন্য এই ওয়ার্কশপ ?

  • এই ওয়ার্কশপটি মুসলিম দম্পতিদের জন্যে যারা নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দেন এবং আরো ভালো মুসলিম হতে চান, কুরআন-সুন্নাহর আদর্শে প্রেমময় এবং প্রশান্তিময় দাম্পত্য জীবন গড়তে চান, এবং একটি আদর্শ মুসলিম পরিবার গড়তে চান।  
  • আপনার মধ্যে এই অনুভব অনুভূতি এবং থাকতে হবে যে আপনি এখন যেমনই হোন, তার থেকে আরো ভালো হবার, আরো সুন্দর সুন্দর চরিত্রের অধিকারী হবার সুযোগ আছে।   
  • যেসব প্র্যাকটিক্যাল পদক্ষেপগুলো আমরা বলব এবং শেয়ার করব, সেগুলো প্রয়োগ করার আন্তরিক চেষ্টা করবেন এরকম মনোভাব থাকতে হবে। 

ওয়ার্কশপ ফী : 

৯০০ টাকা 

সময়: তিন ঘন্টা (৬:৩০ - ৯:৩০) । মাঝে নামাজের বিরতি থাকবে ২০ মিনিট।  

ডেলিভারি : অনলাইন Zoom সেশন।  

মানি ব্যাক গ্যারান্টি: 

এই ওয়ার্কশপটিতে আপনি যা শিখবেন সেগুলো বাস্তবায়ন করলে আপনাদের দাম্পত্য সম্পর্কে তাৎপর্যপূর্ণ উন্নয়ন ঘটবে ইন শা আল্লাহ। আর সেই শিক্ষাগুলো বাস্তবায়ন করার পরও কোনো উন্নতি না হয় তাহলে ত্রিশ দিনের মধ্যে আমাদের জানালে আপনার পুরো ফী ফেরত দেয়া হবে ইন শা আল্লাহ। 

ইন্সট্রাক্টরদের সম্পর্কে 

শাহরিয়ার খান (আবু ফাতিমাহ) এবং নুসরাত জাহান ( উম্মু ফাতিমাহ ) ।

এই ওয়ার্কশপটিতে ইন্সট্রাক্টর হিসেবে থাকবেন শাহরিয়ার খান (আবু ফাতিমাহ) এবং নুসরাত জাহান ( উম্মু ফাতিমাহ)।

শাহরিয়ার খান একজন আন্তর্জাতিক প্রশিক্ষক, কোচ এবং পরামর্শক। গত পনেরো বছরে তিনি বিশ্বের প্রায় ত্রিশটি দেশের মানুষদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন। প্রশিক্ষণ দিতে অথবা পরামর্শক হিসেবে ভ্রমণ করেছেন ১৫ টি দেশে। ইসলামিক পার্সোনাল ডেভেলপমেন্ট (ইসলামী ভাবধারার আত্মউন্নয়ন) নিয়ে কাজ করার উদ্দেশ্যে সম্প্রতি তিনি শুরু করেছেন টোটাল গুড লাইফ (www.totalgoodlife.com) ।  

নুসরাত জাহান ‘টোটাল গুড লাইফ’ এর একজন কোচ। একই সাথে তিনি একজন গৃহিনী, স্ত্রী এবং মা। প্রায় ১২ বছর আগে স্বেচ্ছায় চার্টার্ড একাউন্টেন্সি পড়া ছেড়ে দিয়েছিলেন সন্তানদের সময় দিতে এবং ইসলামী জ্ঞান অর্জন করবেন বলে।  নিজের বাচ্চাদের নিজে কুরআন পড়া শিখিয়েছেন। সংসারে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে লাইফ কোচিং নিয়ে ডিপ্লোমা করছেন।  

একটি মুসলিম দম্পতি হিসেবে ইন্সট্রাক্টরদ্বয় (শাহরিয়ার খান এবং নুসরাত জাহান) গত ১৫ বছরে তাদের দাপম্পত্য জীবনে বিভিন্ন জিনিস করেছেন যেগুলো, আলহামদুলিল্লাহ, খুব ভাল ফল দিয়েছে; আবার কিছু জিনিস করেছেন যেগুলো ভুল ছিল এবং তা থেকে উনারা শিক্ষা নিয়েছেন। এই সব জিনিস গুলোর সারসংক্ষেপ  থেকে উনারা শেয়ার করবেন ইন শা আল্লাহ।  

রেজিস্ট্রেশন: 

ওয়ার্কশপটিতে যোগ দিতে চাইলে অনুগ্রহ করে নিচের লিংক গুলো থেকে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সে অনুযায়ী রেজিস্ট্রেশন করুন। 

 

বাংলাদেশের ভেতর থেকে নিবন্ধন করতে: 

অনুগ্রহপূর্বক প্রথমে বিকাশ অথবা নগদ এর মাধ্যমে এই নম্বরে ০১৭৯৮৭৮৫২৩৩ (পার্সোনাল) ৯০০ টাকা পাঠান। তারপর ডানদিকের ফরমটি পূরণ করে সাবমিট বাটনটি ক্লিক করুন।

আপনার দেয়া তথ্য সঠিক হলে ইমেইল এর মাধ্যমে ওয়ার্কশপ এ আপনার রেজিস্ট্রেশন নিশ্চিত করা হবে।

To register from inside Bangladesh:

Please first send BDT 900.00 to 01798785233 (Personal) through bKash or Nagad. Then fill out the form on the right and click the submit button. After verification of the information you provide, your registration for the workshop will be confirmed via email.

Please note that we will only confirm your spot after verifying that all the information submitted above are correct.

To register from outside Bangladesh:

If you are outside Bangladesh and want to pay for the workshop by credit/debit card or paypal then please click on the button below. 

Book my spot